উৎসবমুখর পরিবেশে রথযাত্রা
১ জুলাই ২০২২ ২১:০২
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বর্ণাঢ্য সাজে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ বিশাল শোভাযাত্রা নিয়ে রথযাত্রাটি শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা।
শুক্রবার (১ জুলাই) কীর্তনসহ ধর্মীয় সঙ্গীত আর ভক্তিমূলক প্রার্থনায় সারাদেশে শুরু হয় রথযাত্রা। রাজধানী ঢাকা থেকে রথযাত্রার উৎসবমুখর ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।