Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছর পর নেত্রকোনায় জগন্নাথ দেবের রথযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২২ ১৮:৩৭

নেত্রকোনা: করোনা মহামারির কারণে দুই বছর পর নেত্রকোনায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ জুলাই) জেলা শহরের গাড়া রোডে অবস্থিত জগন্নাথ বল্লভ মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবে বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্তের সমাগম ঘটেছে।

উৎসবে রয়েছে যজ্ঞ, হরিনাম সংকীর্ত্তণ, আলোচনা সভা ও উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। উৎসবে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

জগন্নাথ বল্লভ মন্দিরের পরিচালক জয়রাম দাস ব্রহ্মচারী বলেন, ‘করোনা বিধিনিষেধের জন্য দুই বছর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এ হয়নি। তবে এবছর রথযাত্রা উৎসবে অসংখ্য ভক্ত সমাগম ঘটেছে। এজন্য আমরা আনন্দিত।’

সারাবাংলা/এমও

আষাঢ় মাস জগন্নাথ দেব দ্বিতীয়া তিথি রথযাত্রা শুক্লপক্ষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর