Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নুপুর শর্মার কারণে ভারত জ্বলছে’

আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই ২০২২ ১৪:০৭ | আপডেট: ১ জুলাই ২০২২ ১৮:২৮

ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মাকে তিরস্কার করেছে। একইসঙ্গে, মহানবীকে (স.) নিয়ে তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে এখন ভারতজুড়ে আগুন জ্বলছে বলে মন্তব্য করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

এর আগে, এক টেলিভিশন টক শোতে হজরত মুহাম্মদকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় আসেন নুপুর শর্মা। তার ওই মন্তব্যের পর থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ চলছে। এমনকি ওই ঘটনার জেরে মুসলিম অধ্যুষিত দেশগুলো ভারতের ব্যাপারে নানান নিষেধাজ্ঞা আরোপ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ জুলাই) নুপুর শর্মার বিরুদ্ধে তদন্ত চেয়ে দায়ের করা এক পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নুপুর শর্মাকে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নুপুর শর্মার ওই আপত্তিকর মন্তব্যের জেরে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। সর্বশেষ রাজস্থানে এক দর্জির শিরশ্ছেদ করে হত্যার পর প্রধানমন্ত্রী মোদিকে হত্যার হুমকি দিয়েছে দুই মুসলিম তরুণ। ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার রাজস্থানজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।

সারাবাংলা/একেএম

নুপুর শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর