খুবি রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্বে মেহেরাব-ইমন
১ জুলাই ২০২২ ১৩:২৫ | আপডেট: ১ জুলাই ২০২২ ১৪:০২
রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির ২০২২-২৩ রোটারি বর্ষের সভাপতি পদে মেহেরাব হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইমন কাজি নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহসভাপতি হয়েছেন খন্দকার সাইফ হোসেন, সাদিয়া তাবাসসুম, মাহামুদুল হাসান সবুজ ও মো. মনিরুজ্জামান।
শুক্রবার (১ জুলাই) ২০২২-২৩ রোটারি বর্ষের ৪৬ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আবু সাইদ ইমরান, শেখ ফয়সাল আলম ও জহুরুল ইসলাম তানভীর। কোষাধ্যক্ষ পদে রয়েছেন সাদিয়া আফরিন, সহ-কোষাধ্যক্ষ মো. আকাশ হাওলাদার, এডিটর তাহসিনা তাজিন প্রাপ্তি।
এছাড়া কমিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রাকিব হাসান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো. রাফিউল আমিন মিয়া, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর মো. তরিকুল ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর ফারজানা আক্তার শর্না।
কমিটিতে রোটার্যাক্ট সার্ভিস প্রোজেক্ট চেয়ার রাফিদ রহমান, রোটার্যাক্ট পাবলিক ইমেজ চেয়ার সুমাইয়া আক্তার ইপ্তি, মেম্বারশিপ চেয়ার মো. রেজওয়ান ইসলাম খান ও রোটার্যাক্ট ফাউন্ডেশন চেয়ার হয়েছেন মো. নাবিল আব্দুল্লাহ কৌশিক।
সারাবাংলা/টিআর