Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি বাড়ছে যমুনায়, নিমজ্জিত হচ্ছে নিম্নাঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২২ ১২:৪৭ | আপডেট: ১ জুলাই ২০২২ ১৮:০৬

সিরাজগঞ্জ: অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। এর প্রভাবে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদী ও খাল-বিলের পানিও। এতে চর এলাকার নিম্নাঞ্চলও নিমজ্জিত হতে শুরু করেছে।

শুক্রবার (১ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৫ মিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন‌ বলেন, গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৩ দশমিক ৩৫ মিটার)।

একই সময়ে কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭৬ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে এই পয়েন্টে পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫ দশমিক ২৫ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে এক সপ্তাহ ধরে যমুনার পানি কমছিল। এরপর গত বুধবার থেকে আবারও বাড়তে শুরু করেছে পানি। আরও তিন থেকে চার দিন পানি বাড়বে বলে ধারণা করছি। তবে এ দফায় বন্যার সম্ভাবনা নেই।

সারাবাংলা/টিআর

টপ নিউজ যমুনায় পানিবৃদ্ধি যমুনার পানি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর