Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ অধিবেশনে ছড়া শোনালেন ফখরুল ইমাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২২ ০০:৩৫ | আপডেট: ১ জুলাই ২০২২ ১২:৫৫

ঢাকা: একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মধ্যে। এর মধ্যেই বক্তব্য দেওয়ার সুযোগ পান জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনিও প্রশ্ন রাখেন, নির্বাচন নিরপেক্ষ হবে কীভাবে? তবে বক্তব্যের শুরুতেই তিনি নির্বাচন নিয়ে নিজের লেখা ছড়া পাঠ করে শোনান সংসদে, যার বিষয়বস্তু ছিল নানা ধরনের কুসংস্কার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুন) বাজেট অধিবেশনের শেষ দিনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হওয়ার আগে নির্বাচন কমিশনের জন্য টাকা বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে বিভিন্ন ধরনের প্রচলিত কুসংস্কার নিয়ে লেখা ছড়াটি পড়ে শোনান ফখরুল ইমাম। ছড়া পাঠ শেষে তার প্রশ্ন ছিল— কী ডাকিলে নির্বাচন নিরপেক্ষ হবে?

ফখরুল ইমামের ছড়া পাঠ শেষে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে ফখরুল ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে বলেন, সংসদ অধিবেশনে আমি একটি প্রশ্ন রেখেছিলাম। কিন্তু সেই প্রশ্নের জবাব তো পাইনি!

ফখরুল ইমামের ছড়াটি পাঠকদের জন্য তুলে ধরা হলো এখানে—

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।
.
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।
.
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।
.
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।
.
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ওই,
ঘরেরই চৌকাঠে।
.
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।
.
খাবার সময় উঠলে হাঁচি,
কেউ তো স্মরণ করে।
দুইবার ভাত না নিলে তার
অকালে বউ মরে।
.
ভাঙা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় সংসদ টপ নিউজ ফখরুল ইমাম সংসদ অধিবেশন সংসদে ছড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর