খোয়াই নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ২ জনের
৩০ জুন ২০২২ ২০:৫৩ | আপডেট: ৩০ জুন ২০২২ ২২:০১
হবিগঞ্জ: হবিগঞ্জের খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে নাইম (১৬) হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের খেলু মিয়ার ছেলে এবং সাগর (২০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিকেলে শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীর পাশের মাঠে একদল কিশোর-তরুণ ফুটবল খেলছিলেন। খেলা চলাকালীনই নাইম ও সাগর খোয়াই নদীতে গোসল করতে গেলে আরে ফিরে আসেননি। অনেকক্ষণ পরও তারা ফিরে না আসায় অন্যরা তাদের নদীতে খুঁজতে যান। সেখানে তারা দু’জনের ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে সাগর ও নাইমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাইম ও সাগরের সঙ্গে খেলতে আসা কিশোর-তরুণরা ধারণা করছেন, গোসল করতে নামার পর স্রোতে ভেসে গিয়ে তাদের মৃত্য হয়েছে।
ওসি বলেন, দুই জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/টিআর