Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতি ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ২১:২৭

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি অর্ধগলিত মৃত ইরাবতি ডলফিন।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল দশটায় সৈকতের ঝাউবন পয়েন্টে ডলফিনটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি মাটি চাপা দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, সৈকতে ভেসে আসা বেশির ভাগ ডলফিন জেলেদের জালের আঘাতে মারা যায়। তবে বর্তমানে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। ফলে ডলফিনটির মৃত্যুর রহস্য নিয়ে উদ্বিগ্ন তারা।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়ানোর কারণে ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর সৈকতে মোট ১৩টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে।

সারাবাংলা/এমও

ইরাবতি ডলফিন কুয়াকাটা কুয়াকাটা সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর