Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১৭:৫৪

বান্দরবান: সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবান বোমাং সার্কেলের হেডম্যান সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে হেডম্যান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

এসময় অন্যদের মধ্যে বান্দরবান বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরী, সদর জোনের কমান্ডার এবং বান্দরবান ও রাঙামাটি সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, ‘সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই সম্মেলন।’

সারাবাংলা/এমও

বান্দরবান বোমাং সার্কেল সেনাবাহিনী হেডম্যান সম্মেলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর