বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন : কাদের
১৬ ডিসেম্বর ২০১৭ ০৮:৫৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৯
স্পেশাল করেসপন্ডেন্ট
আগামী বছর বিজয়ের মাসেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে নির্বাচন হবে। আমার বিশ্বাস দেশের জনগণ বিজয়ের মাসে ভোটের মাধ্যমে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের দোসর ও পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে।
‘আমরা বিজয় এনেছি কিন্তু সাম্প্রদায়িকতার কারণে তা সুসংহত হচ্ছে না। বিএনপির ঘরে কোনো গণতন্ত্র নেই’ বলেন কাদের।
সারাবাংলা/জেআইএল/এমএ/একে