Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশের কর্তব্য জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা’


৩০ জুন ২০২২ ১৫:০২

ড. বেনজীর আহমেদ, ছবি: সারাবাংলা

রাজশাহী: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘স্বাধীন দেশের পুলিশ হিসেবে সবার কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা এবং পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। এটি মাথায় রেখেই কাজ করতে হবে। দেশে আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘মানুষের আস্থা-ভরসার স্থল হলো বাংলাদেশ পুলিশ বাহিনী। বিপদে পড়লে মানুষ সবার আগে পুলিশের কাছেই ছুটে যায়। তাই পুলিশকেই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের শিক্ষানবীশ টিআরসিদের ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান বলেন, ‘অপরাধী শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের সাইবার সেন্টার ও ডিএনও ল্যাব করা হয়েছে। পুলিশ এখন আরও দক্ষ হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ প্রশংসনীয় ভুমিকা পালন করেছে। পুলিশ বাহিনীর প্রত্যেকটি সদস্যকে দেশের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

এর আগে, আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। এতে ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ৪৫৩ জন শিক্ষানবীশ কনস্টেবল অংশ নেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্টত্ব অর্জনকারী কনস্টেবলদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ নারী কল্যাণের (পুনাক) সভানেত্রী বেগম জীশান মীর্জাসহ পুলিশের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আইজিপি ড. বেনজীর আহমেদ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর