Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও নদীর পানি বাড়ছে সুনামগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১৪:৩৭ | আপডেট: ৩০ জুন ২০২২ ১৭:২২

ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বন্যার পানি ধীর গতিতে কমায় এখনো অনেকের ঘরবাড়ি থেকে পানি নামেনি। ফলে আশ্রয় কেন্দ্রগুলো থেকে বন্যার্ত মানুষ বাড়ি ফিরতে পারেনি। গতকাল থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন নদীর তীর ও নিচু এলাকার লোকজন।

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ সুনামগঞ্জ সুরমা নদী সুরমা নদীর পানি বৃদ্ধি