Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে ইদুল আজহা ৯ জুলাই

সারাবাংলা ডেস্ক
২৯ জুন ২০২২ ২৩:০৪ | আপডেট: ৩০ জুন ২০২২ ১০:৫২

ঢাকা: সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই (শনিবার) দেশটিতে পবিত্র ইদুল আজহা উদযাপিত হবে। আর মূল হজ শুরু হবে ৮ জুলাই (শুক্রবার)।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুন) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। সেই অনুয়াযী ৯ জিলহজ (৮ জুলাই) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (৯ জুলাই) ইদুল আজহা উদযাপন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা সন্ধ্যায় দেশটির মানমন্দির তুমাইর ও সুদাইরের আকাশে বুধবার সন্ধ্যায় চাঁদ অনুসন্ধান করেন।

এদিকে, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ইদুল আজহা উদযাপন করা হবে।

চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, সেক্ষেত্রে ইদুল আজহা ১১ জুলাই।

ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ইদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।

সারাবাংলা/একে

ইদুল আজহা কোরবানি সৌদি আরব

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর