Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লী বিদ্যুৎ বিতরণ কার্যক্রম উন্নয়নে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ২০:০৬ | আপডেট: ২৯ জুন ২০২২ ২০:৪২

ঢাকা: পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করতে ৫০ কোটি ডলার বা প্রায় ৭ হাজার ৬৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) কর্মসূচি বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।

বুধবার (২৯ জুন) বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের এ সংক্রান্ত একটি ঋণচুক্তি ও ক্লিন টেকনোলজি ফান্ডের জন্য দেড় কোটি ডলারের একটি অনুদান সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন চুক্তি দুইটিতে সই করেন।

বিজ্ঞাপন

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচিটি চলতি বছর থেকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ ঋণটি বিশ্বব্যাংকের স্কেল-আপ ফ্যাসিলিটিজের আওতায় দেওয়া হচ্ছে। এর সুদের হার ৬ মাস লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফারর্ড রেট) পাস, সার্ভিস শূন্য দশমিক ২৫ শতাংশ সার্ভিস চার্জ, কমিটমেন্ট চার্জ শূন্য দশমিক ২৫ শতাংশ দিতে হবে। এ ঋণটি পাঁচ বছরের রেয়াতকালসহ ৩৫ বছরের পরিশোধ করতে হবে।

সারাবাংলা/জেজে/টিআর

পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ বিতরণ বিশ্বব্যাংক

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর