Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল পাচার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ২০:০৭

গ্রেফতার সুমন মণ্ডল, ছবি: সারাবাংলা

বরিশাল: জেলায় শহরে অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডার থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সুমন মণ্ডল (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে সুমনকে কারাগারে পাঠান হয়েছে। এর আগে, মঙ্গলবার (২৮ জুন) বিকেলে তাকে নগরীর বৈদ্যপাড়া সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতার সুমন মণ্ডল ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার খালফুলিয়া গ্রামের মৃত সচীন মণ্ডলের ছেলে।

অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের এসআই মো. জামাল হোসেন জানান, আটক যুবক ফেন্সিডিলের চালানটি নিয়ে নথুল্লাবাদ হয়ে বরিশাল নগরীতে প্রবেশ করছেন- এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম বৈদ্যপাড়াসংলগ্ন সিঅ্যান্ডবি রোডের মুখে অবস্থান নেয়। আসার ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করে ওই যুবক। গ্যাস সিলিন্ডারের নিচের অংশ কেটে ভেতরে ঢুকিয়ে ফেন্সিডিগুলো আনা হয়।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মাকসুদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন বলেও জানান এসআই মো. জামাল হোসেন।

সারাবাংলা/এনএস

ফেন্সিডিল পাচার বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর