Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ১৯:৩৯

প্রতীকী ছবি

নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। মৃত শিশুর নাম আব্দুল্লাহ (১৮ মাস)।

বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু আবদুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. আব্দুল রাশিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে সবার অজান্তে আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। চারদিকে খুঁজাখুজি করে কোথায় তাকে না পেয়ে হঠাৎ পুকুরের পানিতে ভাসমান দেখা যায়। পরে পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার পরিদর্শক ( তদন্ত) মো. আবুল কালাম জানান, বাড়ির সামনে খোলা পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল শেষে শিশুটির মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনএস

নেত্রকোনা পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর