Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হচ্ছে পোস্তগোলা সেতুর টোল আদায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ১২:১৮

ঢাকা: বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত পোস্তগোলা সেতুর টোল আদায় বন্ধ করা হচ্ছে। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে টোল বহাল থাকবে মাওয়া এক্সপ্রেসওয়েতে।

বুধবার (২৯ জুন) সড়ক ও জনপথ সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই সেতুর টোল আদায়ের মেয়াদ শেষ হয়েছে আগেই। ম্যানুয়ালি টোল আদায়ের কারণে সেতুটির উপরে জ্যাম লেগে যাচ্ছে। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল নেওয়া হচ্ছে। যে কারণে এই সেতুর টোল নেওয়া বন্ধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল দিতে হবে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে সাড়ে ৫৫০ টাকা, প্রাইভেট কার ১৩৭ টাকা আর বাসের জন্য ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সড়ক বিভাগ।

উল্লেখ্য, টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও পোস্তগোলা সেতু থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে টোল আদায় বন্ধে হাইকোর্টে একটি আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

সারাবাংলা/জেআর/এসএসএ

পোস্তগোলা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর