মোয়াজ্জেম হোসেন আলাল আবারও করোনা আক্রান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ১১:১৫
২৯ জুন ২০২২ ১১:১৫
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আবারও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বুধবার (২৯ জুন) সকালে সারাবাংলাকে তিনি এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (২৮ জুন) ধানমন্ডির হেলথ সেন্টার থেকে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পেয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।
উল্লেখ, ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত ১৩ জুন ভারত যাচ্ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। কিন্তু বিমান বন্দর পুলিশের বাধার মুখে সেদিন তিনি ভারত যেতে পারেননি। উচ্চ আদালতের নির্দেশ মতো আবার ভারত যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (২৮ জুন) কোভিড-১৯ পরীক্ষা করতে গিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।
সারাবাংলা/এজেড/এএম