Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবি ব্যাংক ও বিকাশের দ্বিমুখী সেবা চালু

সারাবাংলা ডেস্ক
২৮ জুন ২০২২ ২২:১৪ | আপডেট: ২৮ জুন ২০২২ ২২:১৭

ঢাকা: এবি ব্যাংক লিমিটেডের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। ফলে দেশের প্রথম এই বেসরকারি ব্যাংকের গ্রাহকরা তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে খরচ ছাড়াই টাকা আনতে পারবেন। এছাড়া বিকাশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।

মঙ্গলবার (২৮ জুন) এবি ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। অনুষ্ঠানে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই সমন্বিত লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘ট্রান্সফার মানি’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘এবি ব্যাংক’ নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে।

লিংক স্থাপন হয়ে গেলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন। আবার ব্যাংকে না গিয়ে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’র মাধ্যমে ঘরে বসেই নিতে পারবেন। লেনদেন সম্পন্ন হওয়ার পর গ্রাহক এসএমএস’র মাধ্যমে নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

এবি ব্যাংক ১৯৮২ সালের ১২ এপ্রিল কারওয়ান বাজারে প্রথম শাখা খুলে যাত্রা শুরু করে। ভারতের মুম্বাই শহরে একটি বৈদেশিক শাখাসহ এখন পর্যন্ত ব্যাংকটির ১০৫টি শাখা রয়েছে এবং দেশজুড়ে ছড়িয়ে রয়েছে ২৫০টির বেশি এটিএম বুথ ও ১৬৫টি এজেন্ট আউটলেট। বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে এবি ব্যাংক যুক্ত হওয়ায় এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৬টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৬ কোটি ২০ লাখ গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। তেমনি বিকাশ থেকে ৯টি ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধাও আরো বিস্তৃত হলো।

অ্যাড মানি’র মাধ্যমে এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা এনে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয়, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন, যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত। পাশাপাশি, ট্রান্সফার মানি’র মাধ্যমে বিকাশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সেবাটির মাধ্যমে আর্থিক লেনদেনে গ্রাহকদের জন্য আরও স্বাধীনতা এবং সক্ষমতা নিয়ে এলো এই দ্বিমুখী সেবা।

সারাবাংলা/এনএস

সারাবাংলা/এনএস

এবি ব্যাংক লিমিটেড বিকাশ

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর