Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রলীগের ৯ কর্মীকে শোকজ

চবি করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ২০:৩৪

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়ার হুমকির ঘটনায় ৯ জন ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া শোকজের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে আলাওল হলের ২০২ ও ২০৯ নম্বর রুমে গিয়ে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জোবায়ের নিলয়, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রানা আহমেদ ও ওয়ায়দুল হক লিমন, একই শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আশিষ দাস, দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার তালুকদার বাপ্পা, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আহমদ উল্লাহ রাব্বি ও একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জাহিদুল ইসলাম এবং সংস্কৃত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুদ্র তালুকদার।

এ বিষয়ে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে সাংবাদিকরা অভিযোগ দিয়েছেন। তা ব্যাখ্যা করতে অভিযুক্ত ৯ জনকে শোকজ করা হয়েছে। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ ব্যাখ্যা করতেও বলা হয়েছে।

এর আগে, গত ১৬ জুন রাতে আলাওল হলে দ্বিতীয় তলায় সাংবাদিক ব্লকে চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের রুমে এসে হল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার হুমকি দেয় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের বিজয় গ্রুপের অনুসারীরা। এ সময় সাংবাদিকদের হেনস্তা, গালিগালাজ করেন তারা। এ ঘটনায় গত রোববার (১৯ জুন) চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বরাবর ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

বিজ্ঞাপন

শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সারাবাংলা/সিসি/এনএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীকে শোকজ