Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ১৬:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম বদরুল ইসলাম (৫১)।

নগরীর বায়েজিদ বোস্তামি থানার রুবি গেইট এলাকা থেকে গতকাল সোমবার (২৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার বদরুল ইসলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঘাটলা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তিনি।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘আক্রান্ত শিশুটি স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। মায়ের সঙ্গে বদরুলের পাশের বাসায় থাকে। মা পোশাক কর্মী। গতকাল সোমবার সকালে তার মা কারখানায় চলে যান। সকাল ১০টার দিকে শিশুটি মাদরাসা থেকে বাসায় ফেরে। বাসায় একা পেয়ে বদরুল শিশুটিকে ধর্ষণ করে।’

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর