Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও শনাক্ত দুই হাজার ছাড়িয়ে, মৃত্যু বেড়ে ৩

সারাবাংলা ডেস্ক
২৮ জুন ২০২২ ১৬:২৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আজও দুই হাজার ছাড়িয়েছে বেড়েছে। আগের দিন শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১০১ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের সংখ্যা হয়েছে ২ হাজার ৮৭ জন। তবে ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন মারা গিয়েছিলেন দুই জন, গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জন মারা গেছেন।

মঙ্গলবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নমুনা সংগ্রহ ও শনাক্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২০৮৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৩৬৮টি। এতে দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশ। যা আগের দিন ছিল ১৫ দশমিক ২০ শতাংশ।

সুস্থতা ও মৃত্যুহার

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২০০ জন। যা আগের দিন ছিল ১৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ

নারী-পুরুষের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যে তিন জনের মৃত্যু হয়েছে তার মধ্যে পুরুষ একজন ও নারী দুই জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬০৪ জন, নারী মারা গেছেন ১০ হাজার ৫৪১ জন। এ পর্যন্ত করোনায় নারী ও পুরুষ মিলে মারা গেছেন ২৯ হাজার ১৪৫ জন। শতকরা হিসেবে পুরুষ মৃত্যু হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, নারী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

করোনা

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর