Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ আসনে ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ১৫:৪১ | আপডেট: ২৮ জুন ২০২২ ১৯:৩১

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চায়।

নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না, এ বিষয়ে মতামত নিতে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ৩টায় এ সভা শুরু হয়েছে। সংলাপে অংশ নিতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আমাদের বক্তব্য অত্যান্ত পরিষ্কার এবং স্পষ্ট। আমরা চাই আগামী নির্বাচনে সবগুলো আসনে ইভিএমে ভোট নেওয়া হোক। তবে সব আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব কি না সেটা দেখবে ইসি। আমরা সব আসনেই মানে ৩০০ আসনেই ইভিএমে ভোট চাই।

তিনি বলেন, রাজশাহীর একটি প্রত্যন্ত অঞ্চেলের ইউনিয়নে যেখানে ইভিএমে ভোট হয়েছে। সেখানে অংশগ্রহণ ছিল বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে, সেখানে মহিলারা লম্বা লাইন ধরে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। কাজেই ইভিএম অজনপ্রিয় এখন আর এই কথা বলার কোনো প্রয়োজন নেই। ইভিএম নিয়ে ভিন্নমত থাকতেই পারে এটা গণতন্ত্রের বিউটি।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে পৃথিবীর অনান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার গঠন হয়। বাংলাদেশেও শেখ হাসিনার সরকার সেভাবে ফলো করবে।

আগামী নির্বাচনে নতুন কোনো আঙ্গিকে নির্বাচনকালীন সরকার হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার আইনের মাধ্যমে কমিশন গঠন করা হয়েছে। এখানে একটা পজেটিভ চেঞ্জ এসেছে। নির্বাচন ব্যবস্থাকে আর উন্নত করতে চাই। সেটা আমরা ইঙ্গিত দিয়ে গেলাম। আমরা আরও উন্নত করতে চাই।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু হওয়ায় কমিশনকে ধন্যবাদ দেন তিনি।

সারাবাংলা/জিএস/এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর