Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় অপ্রয়োজনীয় গাড়িতে জ্বালানি বিক্রি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২ ১৪:১৯ | আপডেট: ২৮ জুন ২০২২ ১৭:১৪

অপ্রয়োজনীয় যানবাহনে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে শ্রীলংকা। দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকট সামাল দিতে জ্বালানি তেলের ব্যবহার কমানোর পথে হাটছে সরকার। এর অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি।

দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহ কেবল মাত্র বাস, ট্রেন এবং ওষুধ ও খাদ্যপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের জন্য জ্বালানি কেনা যাবে। এর বাইরে জরুরি নয় এমন যানবাহনে জ্বালানি তেল বিক্রি করা হবে না।

বিজ্ঞাপন

এর আগে জ্বালানি তেলের ব্যবহার কমাতে দেশটির প্রত্যন্ত অঞ্চলের সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে অফিসের কাজ করারও নির্দেশনা দেওয়া হয়। সপ্তাহের তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়।

শ্রীলংকায় বর্তমানে এক লিটার ডিজেল ৪৬০ রুপি এবং পেট্রোল ৫৫০ রুপি। বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির মতো ডলার সংকটে ভুগছে দেশটি।

সারাবাংলা/আইই

শ্রীলংকা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর