Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিরোধী মত দমনে সরকার আরও হিংস্র রূপ ধারণ করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ১১:৫০ | আপডেট: ২৮ জুন ২০২২ ১৪:২৮

ঢাকা: বিরোধীমত দমনে সরকার আরও হিংস্ররূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে পাঁচলাইশ থানা পুলিশ তাকে তুলে নেওয়ার পর সন্ধান মিলছে না— এমনটিই অভিযোগ মির্জা ফখরুলের।

তিনি বলেন, ‘এই ঘটনা আতঙ্কজনক, জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর নেতা সাইফুল ইসলাম সাইফকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। তাতে সাইফুল ইসলাম সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়।’

‘আবারও তাকে একই কায়দায় আটক এবং তার কোনো সন্ধান না পাওয়া উদ্বেগজনক। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এটি সবার নিকট দৃশ্যমান যে, সাইফুল ইসলাম সাইফকে পাঁচলাইশ থানা পুলিশ তুলে নিয়ে গেছে। সাইফুল ইসলাম সাইফ পুলিশের নিকটই আছে। তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন।’

অবিলম্বে সাইফুল ইসলাম সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এএম

টপ নিউজ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর