২০ দিন পর মুক্ত রোদ্দূর রায়
২৭ জুন ২০২২ ২১:০৬ | আপডেট: ২৭ জুন ২০২২ ২১:৪৬
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রথাবিরোধী উপস্থাপনার কারণে আলোচিত-সমালোচিত অ্যাক্টিভিস্ট রোদ্দুর রায় (অণির্বান রায়) সোমবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় কলকাতার প্রেসিডেন্সি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এর আগে, ৭ জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারোণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করার দায়ে গোয়া থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি। রোদ্দূর রায়ের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয়। সোমবার স্থানীয় একটি আদালত থেকে সর্বশেষ মামলায় জামিন পাওয়ার মাধ্যমে তার মুক্তির পথ খুলেছিল।
সোমবার পশ্চিমবঙ্গের শীর্ষ চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জি ফেসবুক পোস্টের মাধ্যমে রোদ্দূর রায়ের মুক্তির খবর প্রথমে জানান। পরে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো রোদ্দূর রায়ের কারামুক্তি লাইভ সম্প্রচার করে। সেই সময় সংবাদমাধ্যমের পক্ষ থেকে নানা প্রশ্ন করা হলেও নিরুত্তর থাকেন রোদ্দূর।
আরও পড়ুন: রোদ্দূর রায় গ্রেফতার
সারাবাংলা/একেএম