Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষককে হত্যার ৫ দিন পর আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ২১:০৯

বাগেরহাট: মোরেলগঞ্জে এক কৃষককে তার নিজ বাড়ির রান্নাঘরে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি ফারুক খান (৪৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত সোমবার (২৭ জুন) ওই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঘটনার ৫ দিন পর গতকাল রোববার ফারুক খান বাগেরহাট আদালতে আত্মসমর্পণ করেন।

গত ২১ জুন মঙ্গলবার বেলা ৭টার দিকে মধ্যম তেলিগাতী গ্রামের আব্দুর রহিম খানের ছেলে কৃষক মোকলেসুর রহমান খানের (৭০) গলাকাটা লাশ পাওয়া যায় তার নিজ ঘরসংলগ্ন রান্নাঘরে। ঘটনার একদিন পরে বুধবার এ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে নিজাম উদ্দিন খান।

প্রতিবেশী হাসেম আলী খানের ছেলে ফারুক খান এ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি।

ফারুক খানের আত্মসমর্পণের খবর শুনে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আজ আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

কৃষক মোকলেসুর রহমান হত্যা মামলার আসামি ফারুক খানের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় এর আগেও দু’টি হত্যা ও খুলনার লবচরা থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এমও

আত্মসমর্পণ আসামির আত্মসমর্পণ কৃষক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর