Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু পারাপারে দায়িত্বশীল ভূমিকা চান ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১৭:৩০ | আপডেট: ২৭ জুন ২০২২ ২০:৪৬

পদ্মা সেতুতে যানচলাচলের প্রথম দিন অনেকেই সেতুতে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন

ঢাকা: জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। কিন্তু প্রথম দিনেই পদ্মা সেতু ঘিরে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রেক্ষাপটে পদ্মা সেতু পারাপারে যাত্রীসাধারণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের।

সোমবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

যাত্রীসাধারণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেসব নির্দেশনা জারি করেছে, সেগুলোও যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখতেও বিবৃতিতে আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

এর আগে, শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পদ্মা সেতু। উদ্বোধনের দিনেই পদ্মা সেতুতে নিষেধ অমান্য করেই নেমেছিল মানুষের ঢল।

এদিকে, গতকাল রোববার (২৬ জুন) পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিনও নিষেধ অমান্য করে পদ্মা সেতুতে দাঁড়ানো, ছবি তোলা, নাট খুলে নেওয়ার মতো বিভিন্ন ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এনআর/টিআর

ওবায়দুল কাদের দায়িত্বশীল ভূমিকা পদ্মা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর