Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৫’র হাতিয়ার গর্জে তোলার স্লোগানদাতাদের বিচার দাবি খাদ্যমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ২০:১০ | আপডেট: ২৭ জুন ২০২২ ২৩:২৮

ঢাকা: ‘৭৫-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’— যারা এই স্লোগান দেয় তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৭ জুন) একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে খাদ্যমন্ত্রী এ দাবি জানান। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের ক্ষুধা দূর করেছেন। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ- এটা আজ তিনি সত্যি প্রমাণ করেছেন। এখন মানুষ না খেয়ে থাকে না। মঙ্গা হয় না। বাংলাদেশ সবক্ষেত্রে উন্নতি সাধন করছে। কৃষিতে যথেষ্ট উন্নয়ন সাধন করেছে। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী।’

তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বেই খাদ্যের উপর চাপ পড়েছে। তার মধ্যে আমাদের দেশে যাতে বিরূপ প্রভাব না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে ৮৩ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন। খাদ্য দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘একটি দল রয়েছে যারা কোনো উন্নয়ন দেখতে পান না। আমার পাশের আসনে চাঁপাইনবাবগঞ্জের এমপি বিএনপির হারুনুর রশীদ বলেছেন, তার এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অনেকগুলো স্কুল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তাকে না কি উদ্বোধনী অনুষ্ঠানে রাখা হয়নি। উনারা বিএনপি তো সরকারের উন্নয়ন দেখতে পান না। কিন্তু তিনি স্বীকার করে নিলেন যে, এতগুলো স্কুল হয়েছে। এজন্য তাকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৩ বছর পেরিয়ে এসেছে। বিএনপি এমন একটা দল যারা বিভিন্ন দল থেকে কেটে কেটে নিয়ে খিচুড়ি দল তৈরি করেছে। তাদের নির্বাচনি মার্কাও অন্য জায়গা থেকে নেওয়া। মাওলানা ভাসানীর ধানের শীর্ষ মার্কা তারা নিয়েছে। তারা স্লোগান দেয়, ৭৫-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। এতে কি প্রমাণ হয় না, তারা বঙ্গবন্ধু হত্যার যাবতীয় ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তাদের কি বিচার হবে না? তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

৭৫’র হাতিয়ার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার টপ নিউজ বিচার দাবি স্লোগানদাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর