Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমানতের নামে অর্থ আত্মসাৎ, ভুক্তভোগীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১৮:৪৫

জয়পুরহাট: ‘সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থা’ নামে এক এনজিও’র ৩ কর্মকর্তার বিরুদ্ধে আমানতের নামে গ্রামবাসীদের কাছ থেকে কমপক্ষে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ জুন) দুপুরে কালাই উপজেলার সুড়াইল মোড়ে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা। মোটা অংকের মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে এই আমানত সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন- চা বিক্রেতা সামছুল আলম, ক্ষুদ্র ফল ব্যাবসায়ী বাবু মিয়া, পান বিক্রেতা রবিউল ইসলাম, ভ্যানচালক তছলিম উদ্দিনসহ ভুক্তভোগীরা। অনুষ্ঠিত ওই মানববন্ধন, বিক্ষোভ মিছিলে ভুক্তভোগী পরিবার ছাড়াও অংশ নেন এলাকার শত শত নারী-পুরুষ।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, জয়পুরহাটের কালাই উপজেলা শহরে অবস্থিত ‘সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থা’র তিন কর্মকর্তা জোবায়ের হোসেন, আব্দুল কাদের ও গোলাম রব্বানী সঞ্চয়ের বিপরীতে মোটা অংকের মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘ দিন এলাকার মানুষদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেন। প্রথম দিকে আমানতের বিপরীতে মাসে প্রতি লাখ টাকায় ৩ হাজার টাকা মুনাফা দিয়ে জেলার কালাই ও ক্ষেতলাল উপজেলার আরও মানুষকে প্রলুব্ধ করে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেন এনজিও’র ওই ৩ কর্মকর্তা।

আমানতের অর্থ ফেরৎ পাওয়ার জন্য অভিযুক্ত এনজিও কর্মকর্তাদের কাছে দাবি জানালে তাদের হয়রানিমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। তারা আমানতের অর্থ ফেরৎ দেওয়াসহ প্রতারক ওই এনজিও’র ৩ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

অর্থ আত্মসাৎ আমানত বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর