করোনায় শনাক্ত দুই হাজার ছাড়িয়ে, মৃত্যু ২ জনের
২৭ জুন ২০২২ ১৮:০১ | আপডেট: ২৭ জুন ২০২২ ১৮:০২
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্তদের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৬৮০ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১০১ জন। তবে ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যুর সংখ্যা একই আছে। আগের দিন মারা গিয়েছিলেন দুই জন, গত ২৪ ঘণ্টায়ও করোনায় দুই জন মারা গেছেন।
সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও শনাক্তের সংখ্যা
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২১০১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৭৯টি। এতে দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২০ শতাংশ। যা আগের দিন ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।
সুস্থতা ও মৃত্যুহার
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৭৯ জন। যা আগের দিন ছিল ১৬৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ
নারী-পুরুষের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় যে দুইজনের মৃত্যু হয়েছে তার মধ্যে পুরুষ একজন ও নারী একজন। এ পর্যন্ত দেশে করোনায় মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬০৩ জন, নারী মারা গেছেন ১০ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত করোনায় নারী ও পুরুষ মিলে মারা গেছেন ২৯ হাজার ১৪২ জন। শতকরা হিসেবে পুরুষ মৃত্যু হার ৬৩ দশমিক ৮৪ শতাংশ, নারী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৬ শতাংশ।
সারাবাংলা/এসএসএ