সুনামগঞ্জে নামছে বানের পানি, বাড়ছে রোগ
২৭ জুন ২০২২ ১৬:৩৯ | আপডেট: ২৭ জুন ২০২২ ১৬:৪০
সুনামগঞ্জ: সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দ্রুত কমছে বিভিন্ন উপজেলার পানি। জেলার সবগুলো নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো পানিবন্দি জেলার লক্ষাধিক মানুষ। ৪৫০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বানভাসিরা।
এদিকে বন্যার পানি কমতে শুরু করলেও বেড়েছে পানিবাহিত রোগ-বালাই। জ্বর-সর্দি, আমাশয়, ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বানভাসিরা। শুধু তাই নয়, হাওর এলাকার চারদিকে পানি থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় খাবারের সন্ধানে এদিক-ওদিক ছুটছেন বানভাসিরা।
বানভাসিরা জানান, বন্যার পানিতে হাওর এলাকার সকল টিউবওয়েল তলিয়ে গেছে। সেই জন্য আমরা বিশুদ্ধ পানি খেতে পারছি না। হাওরের ও নদীর পঁচা পানি খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। ফলে শিশু ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন জানান, এখন পর্যন্ত বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব তেমন একটা দেখা দেয়নি। ১২৩ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। খাবার স্যালাইন, ওষধ ও পানি বিশুদ্ধকরণ মজুত আছে।
সারাবাংলা/এএম