আশুলিয়ায় ছাত্রের মারধরে আহত শিক্ষকের মৃত্যু
২৭ জুন ২০২২ ১৫:৫৪ | আপডেট: ২৭ জুন ২০২২ ১৭:৩৯
সাভার: আশুলিয়ায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারধরের শিকার উৎপল কুমার সরকার (৩৭) নামের এক শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ জুন) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যাল কলেজের এক্সিকিউটিভ ম্যানেজার ইউসুফ আলী।
এর আগে, শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষকের উপর অতর্কিত হামলা চালায় আশরাফুল ইসলাম জিতু নামের এক শিক্ষার্থী।
নিহত শিক্ষক উৎপল কুমার সরকার সেই বিদ্যালয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু চিত্রশালাই এলাকার উজ্জ্বল হাজির ছেলে। সে হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘শনিবার আমাদের স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ওই ছাত্র। স্ট্যাম্পের আঘাতে শিক্ষকের মাথায় জখম হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়। পরে সেখানেই সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। দ্রুতই অপরাধীকে গ্রেফতারে চেষ্টা চলছে।’
সারাবাংলা/এমও