ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৭ শতাংশ
ঢাবি করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১৩:২০ | আপডেট: ২৭ জুন ২০২২ ১৬:২৭
২৭ জুন ২০২২ ১৩:২০ | আপডেট: ২৭ জুন ২০২২ ১৬:২৭
ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় পাশ করেছে ৯.৮৭ শতাংশ শিক্ষার্থী। পাসকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬২২ জন।
সোমবার (২৭ জুন) দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
গত ৪ জুন অনুষ্ঠিত এবারের ‘খ’ ইউনিটের পরীক্ষায় ১৭৮৮ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৫৮ হাজার ৫৭৩টি। অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন।
সারাবাংলা/আরআইআর/একে