Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১২:৪২ | আপডেট: ২৭ জুন ২০২২ ১৫:৫৬

ঢাকা: প্রায় ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবরতণ করে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যাবেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।

বেগম রওশন এরশাদকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর