Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ০৯:৪৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে  হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

রোববার (২৬ জুন) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সাবেক সহ-সভাপতি দৌলত হোসেন একটি অটোরিকশাযোগে চরসৈয়দপুর এলাকায় যাচ্ছিল। এ সময় গোগনগর ইউপি সদস্য রুবেল ও তার সন্ত্রাসী বাহিনী তার অটোরিকশা গতিরোধ করে। দৌলত হোসেনের সঙ্গে রুবেল বাহিনীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে লোহার রড, ধারালো ছুরি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যান। পরে তাকে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, নিহত দৌলতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/একে

চরসৈয়দপুর টপ নিউজ হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর