জিডিপি’র টাকা কোথায়, পকেটে না বাইরে— প্রশ্ন ফখরুল ইমামের
২৬ জুন ২০২২ ২১:৪৯ | আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:২৯
ঢাকা: জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের ৪৩০ মিলিয়ন ডলার জিডিপি রয়েছে। অনেকেই জানেন না এই টাকা কোথায় আছে। সেই টাকা কি এগ্রিকালচারে আছে নাকি ইন্ডাস্ট্রিতে আছে? নাকি কারও পকেটে আছে? নাকি বাইরে আছে?
রোববার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইমাম বলেন, বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে প্রথমে বলতে চাই বাজেট বলতে ব্যাপারটা বলতে আমরা কী বুঝি। বাজেট হলো ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের কোনো পূর্বনির্ধারিত উদ্দেশ্য সাধনের জন্য অর্থের অঙ্কে বা সংজ্ঞায় অথবা উভয় মিশ্রণে যে বিবরণী প্রস্তুত করা হয়, তাকে বাজেট বলে। সাধারণ ভাষায় আমরা বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ের জন্য পরিকল্পিত আয়-ব্যয়ের বিবরণী হচ্ছে বাজেট। বাজেটের দুইটি দিক আছে— একটি আয়, আরেকটি ব্যয়। আয় ও ব্যয় বিশ্লেষণ করলে দেখা যায়, একটি বড় অঙ্কের টাকা ঘাটতি রয়েছে। বাজেটের অনেক দিক রয়েছে। সবটুকু নিয়ে আলোচনার সুযোগ নেই।
ফখরুল ইমাম বলেন, আমি শুধু জিডিপি নিয়ে কথা বলতে চাই। জিডিপি হলো দেশের সব লোক বা সংস্থার দ্বারা উৎপাদিত অর্থ। আমরা দেখছি, প্রতিবছরই জিডিপি বাড়ছে। কিন্তু এই জিডিপি বাড়ার প্রভাবটা কী? অর্থমন্ত্রী মনে করেন যে আমাদের ৪৩০ মিলিয়ন ডলার জিডিপি রয়েছে। অনেকেই জানেন না এই টাকা কোথায় আছে। সেই টাকা কি এগ্রিকালচারে আছে নাকি ইন্ডাস্ট্রিতে আছে? নাকি কারোর পকেটে আছে, নাকি বাইরে আছে?
তিনি বলেন, অর্থনীতিতে কোভিডের ধকল কাটিয়ে উঠতে না উঠতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ভোজ্য ও জ্বালানি তেলসহ প্রায় সব জিনিসের দাম বেড়ে যায়। এটি বাড়তি চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের দামের ঊর্ধ্বগতি।
ফখরুল ইমাম আরও বলেন, বাংলাদেশের বেসরকারি খাতে বৈদেশিক ঋণ ১৮ বিলিয়ন ডলার, যা অবিশ্বাস্য। দেশের দেশের বড় বড় গ্রুপ, বেক্সিমকো, আরএফএল, আবুল খায়ের, এনভয় গ্রুপসহ বড় বড় কোম্পানির লোন রয়েছে। যারা লোন পেয়েছে, সব আপনার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায়। আপনার গ্যারান্টিতে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর