Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেভেরোডোনেটস্ক শহরের দখল নিল রাশিয়া


২৬ জুন ২০২২ ১৭:৩৮

সেভেরোডোনেটস্ক শহরে রাশিয়ার যোদ্ধারা, ছবি: আলজাজিরা

ইউক্রেনের লুহানস্ক ওব্লাস্ট অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরের সম্পূর্ণ দখল নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। পূর্ব ইউক্রেনীয় ওই শহরের মেয়র জানিয়েছেন, এক মাসেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর এ পরাজয় ঘটল। কৌশলগত শহরটি ইউক্রেনীয় প্রতিরোধের সর্বশেষ প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। খবর আলজাজিরা।

গতকাল শনিবার (২৫ জুন) দেশটির পশ্চিম, উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা জানিয়েছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশটিতে চলমান এ সংঘাত পঞ্চম মাসে প্রবেশ করছে।

বিজ্ঞাপন

সেভেরোডোনেটস্কের মেয়র অলেক্সান্ডার স্ট্রাইউক জাতীয় টেলিভিশনে বলেন, ‘শহরটি এখন সম্পূর্ণ রাশিয়ার দখলে। কেউ আর ইউক্রেনের ওই অঞ্চলে পৌঁছাতে পারবেন না, কারণ শহরটি কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, ‘শহরের অ্যাজোট রাসায়নিক প্ল্যান্টকে প্রতিরোধের আরেকটি কেন্দ্রে পরিণত করার ইউক্রেনীয় প্রচেষ্টাকে ব্যর্থ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রুশ সৈন্যদের সমর্থক এলপিআর’র (লুহানস্ক পিপলস রিপাবলিক) জনগণের মিলিশিয়ার ইউনিটের সহায়তায় আক্রমণাত্মক অভিযানটি সফল হয়। ফলে সেভেরোডোনেটস্ক এবং বোরিভস্ক শহরগুলিকে মুক্ত করা হয়েছে।’

যুদ্ধের আগে সেভেরোডোনেটস্ক শহরে প্রায় এক লাখ মানুষ বসবাস করতো। কিন্তু রাশিয়ার বোমা হামলায় বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। গত মাসে দেশটির মারিউপোল বন্দর দখলের পর এটি মস্কোর সবচেয়ে বড় বিজয় বলে বিবেচিত হচ্ছে। ইউক্রেনের পূর্বে যুদ্ধক্ষেত্রে কৌশল পরিবর্তন করে ধীরগতিতে যুদ্ধ করে শহরটি সম্পূর্ণ দখলে নিল রাশিয়া।

বিজ্ঞাপন

ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ রাশিয়া সেভেরোডোনেটস্ক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর