পদ্মা সেতুতে টিকটক, হাঁটা চলা, ছবি তুললে সোমবার থেকে জরিমানা
২৬ জুন ২০২২ ১৭:৪৫ | আপডেট: ২৬ জুন ২০২২ ১৯:২১
ঢাকা: সরকারি বিধি-নিষেধ না মেনে পদ্মা সেতুতে টিকটিক ভিডিও, গাড়ি থামিয়ে হাঁটাচলা কিংবা ছবি তুললে গুনতে হবে জরিমানা। একইসঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
রোববার (২৬ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।
তিনি বলেন, ‘আজ শিথিল থাকলে কাল (সোমবার) থেকে আমরা কঠোর হবো। সেতুতে উঠে ছবি তুললে, আড্ডা দিলে কিংবা গাড়ি দাঁড় করিয়ে রেখে গল্প করলে জরিমানা করা হবে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘যেসব বাইকচালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পরদিন যান চলাচল শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়- অতি উৎসুক হয়ে কেউ কেউ গাড়ি থামিয়ে সেলফি তুলছেন, নাচ-গান করছেন। কেউ কেউ অকারণে দাঁড়িয়ে গল্প-গুজব করছেন। অনেকে টিকটক কিংবা ভিডিও করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
এদিকে পদ্মা সেতুর ওপর যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়— পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ।
আরও পড়ুন
জয় বাংলা, জয় পদ্মা সেতু
পদ্মা সেতু বিশাল অর্জন: বিশ্ব ব্যাংক
পদ্মা সেতুতে প্রথম টোল শেখ হাসিনার
পদ্মা সেতুর আবেগের ঢেউ ক্রীড়াঙ্গনে
পদ্মা সেতু চালুতে বিক্রি বেড়েছে ভাঙ্গায়
লেন না মানায় পদ্মা সেতুতে টোল আদায়ে দেরি
৫টা ৪৫ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল শুরু
আঞ্চলিক সড়কের জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ: দোরাইস্বামী
‘প্রধানমন্ত্রী বলেছিলেন ভয় পেলে চলবে না, পদ্মা সেতু করবই’
নদীর তলদেশ স্পর্শ করে যেভাবে দাঁড়িয়েছে পদ্মা সেতুর খুঁটি
‘খালেদা জিয়াকে বলি— আসুন দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না?’
সারাবাংলা/একে