Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ১৬:১৫ | আপডেট: ২৬ জুন ২০২২ ১৯:২১

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ জুন) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা, ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেনের একটি অভিযোগ কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের উপ-পরিচালক নারগিস সুলতানা ও সহকারী পরিচালক মো. আশিকুর রহমানের সমন্বয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

উল্লেখ্য ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ। তার বিরুদ্ধে ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে দর দেওয়ার অনুরোধ সংক্রান্ত (আরএফকিউ) দরপত্রে অনিয়ম, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ,বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতিবছর হাটবাজার ইজারার টাকা নির্ধারিত খাতে জমা না রাখা, ভূমি দখল ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা প্রশস্তকরণ সংক্রান্ত অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এসজে/একে

গাজীপুর সিটি করপোরেশন টপ নিউজ মেয়র জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর