Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২ ২১:৩৪ | আপডেট: ২৫ জুন ২০২২ ২২:০২

চাঁদপুর: বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা আয়োজন নিয়ে বাঁধা থাকবে না। শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে, তাই তখনই পরীক্ষা নেওয়া হবে।’

এসময় বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

সারাবাংলা/এমও

টপ নিউজ পরীক্ষা বন্যা বন্যা প্রাদুর্ভাব শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর