২৫ জুন ২০২২ ১৯:৫৫ | আপডেট: ২৫ জুন ২০২২ ২২:০৩
স্বপ্ন মিলল বাস্তবে। পদ্মার এপার-ওপার মিলে গেল সড়কে। দেশের দক্ষিণাঞ্চলের তিন কোটি মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা, স্বপ্নের সেই পদ্মা সেতুর দ্বার খুলল। নানা প্রতিবন্ধকতার মুখে অসীম সাহসিকতা দেখিয়ে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বঙ্গবন্ধুকন্যার হাতেই উদ্বোধন হলো পদ্মা সেতুর।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য রাখার পর পদ্মা সেতুর নামফলক উন্মোচন এবং বঙ্গবন্ধু ও নিজের ম্যুরাল উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে যোগ দেন জাজিরা প্রান্তে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। এর মধ্যে পদ্মা সেতুর ওপরে দাঁড়িয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট অবলোকন করেন তিনি। পরে জাজিরা প্রান্তে লাখ লাখ জনতার সমাবেশে ভাষণ দেন।
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে মাওয়া ও জাজিরা প্রান্তে উৎসবের আমেজ বিরাজ করছে বেশ ক’দিন ধরেই। শনিবার সকালে সে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পদ্মার দুই পাড়। সেই উৎসবের মুহূর্তগুলোর ছবিগুলো একনজরে দেখে নেওয়া যাক ক্যামেরার চোখে—
-
-
মাওয়া প্রান্তের সুধী সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একপাশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আরেক পাশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
-
-
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। সভাপতির ভাষণ দিচ্ছেন তিনি
-
-
মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন সুধী সমাবেশে
-
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে পদ্মা সেতুকে জাতির সক্ষমতা, গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে অভিহিত করেন
-
-
সুধী সমাবেশেই প্রধানমন্ত্রী পদ্মা সেতুর স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করেন
-
-
পদ্মা সেতুর স্মারক নোটের একটি রেপ্লিকাও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী
-
-
মাওয়া প্রান্তের টোল প্লাজায় পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে দোয়া অনুষ্ঠান
-
-
বাটন চেপে পদ্মা সেতুর নামফলক এবং বঙ্গবন্ধু ও নিজের ম্যুরাল উন্মোচন করেন প্রধানমন্ত্রী
-
-
পদ্মা সেতুর উদ্বোধনের পর মুহূর্তেই আলোকজ্জ্বল রঙে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা
-
-
যারা মাওয়া প্রান্তে ছিলেন না, তারা পর্দায় অবলোকন করেন সেই রঙে রঙিন উৎসবের ক্ষণ
-
-
উদ্বোধনী মঞ্চে মাকে নিয়ে সেলফিও তোলেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল
-
-
প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
-
প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন সেতুর মাঝামাঝি, এমন সময় বিমানবাহিনীর জেট বিমান, হেলিকপ্টার ও মিগ ২৯ দিয়ে ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়
-
-
জেট বিমানগুলো আকাশে ছড়িয়ে দেয় উৎসবের রঙ
-
-
পদ্মা সেতুর বুকে দাঁড়িয়ে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সেই ফ্লাই পাস্ট অবলোকন করেন প্রধানমন্ত্রী
-
-
ওদিকে, জাজিরা প্রান্তের সমাবেশে তখন বঙ্গবন্ধুকন্যার অপেক্ষায় লাখো মানুষ
-
-
সকাল থেকেই জাজিরা প্রান্তে এমন উপস্থিতি ছিল দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের
-
-
পদ্মা সেতু উদ্বোধনের উচ্ছ্বাস ছড়িয়ে ছিল তাদের মধ্যে
-
-
উৎসবের মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় কেবল নয়, মোবাইলেও ধরে রাখার চেষ্টা ছিল সবার
-
-
ওদিকে, উৎসুক জনতার ঢল একপর্যায়ে নামে পদ্মা সেতুতেও। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয় তাদের সেতু থেকে নামিয়ে দিতে
-
-
জাজিরা প্রান্তেও দোয়া, নামফলক ও ম্যুরাল উন্মোচনের পর সমাবেশে যোগ দেন শেখ হাসিনা
-
-
লাখো জনতা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল শেখ হাসিনার ভাষণ
-
-
পদ্মার পাড়ে দাঁড়িয়ে পদ্মা সেতু উদ্বোধনের গৌরব নিয়ে শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেন, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না
ওবায়দুল কাদের
খন্দকার আনোয়ারুল ইসলাম
জাজিরা প্রান্তে জনসভা
টপ নিউজ
পদ্মা সেতু
পদ্মা সেতুর উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাওয়া প্রান্তে সুধী সমাবেশ
স্বপ্নের পদ্মা সেতু