Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২ ১৭:৫৪

চুয়াডাঙ্গা: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে শেষে টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে টাউন ফুটবল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গায় শোভাযাত্রা পদ্মা সেতু পদ্মা সেতুর উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর