Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ১২৮০

সারাবাংলা ডেস্ক
২৫ জুন ২০২২ ১৭:২২ | আপডেট: ২৫ জুন ২০২২ ১৭:২৩

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০ মার্চ করোনায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮০ জন। এর আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬৮৫ জন।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১২৮০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৩৩৩টি। এতে দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ০৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

সারাবাংলা/এসএসএ

করোনা করোনা সংক্রমণ

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর