‘এই সেতু আওয়ামী লীগকে এগিয়ে রাখবে’
২৫ জুন ২০২২ ১৫:০২ | আপডেট: ২৫ জুন ২০২২ ১৫:২২
ঢাকা: ভোটের রাজনীতিতে পদ্মা সেতু ক্ষমতাসীন আওয়ামী লীগকে এগিয়ে রাখবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
‘ভোটের রাজনীতিতে এই সেতু আওয়ামী লীগকে এগিয়ে রাখবে কি না’- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘নিশ্চয়ই, নিশ্চয়ই। কেউ কাজ করলে সে অগ্রসর হবে না কেন? কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি আছে। এই দুর্যোগের সময় এতটা না করলে আরও ভালো হতো।’
আপনি কি আনুষ্ঠানিকতা একটু কমানোর কথা বলছেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটু… একটু। এই টাকাটা যদি নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জের বন্যার্তদের জন্য খরচ করত এবং এই উদ্যম (পদ্মা সেতু উদ্বোধনে যে উদ্যম) নিয়ে আওয়ামী লীগের লোকজনেরা সেখানে কাজ করত, তাহলে আরও ভালো করত।’
সমালোচকদের ব্যাপারে বঙ্গবীর বলেন, ‘কোনো কাজ থাকলে তার বাধা থাকে। বাধা অতিক্রম করে কাজ করার আনন্দ আছে। আজকে এত কিছুর পরে এই যে পদ্মা সেতু হয়েছে, এ জন্যে অহংকার করার কোনো কারণ নেই, আবার দুঃক্ষিত হওয়ার কোনো কারণ নেই। যারা এর সমালোচনা করেছে, তারা ঠিক করেছে, যারা এটা নিয়ে আশান্বিত হয়েছে তারাও ঠিক করেছে।’
‘যারা আগে সমালোচনা করেছে, যাদের বিশ্বাস হয় নাই, এখন তাদের বিশ্বাস হবে। এই জন্য তাদের মাটির তলে দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমরা সব থেকে বেশি ক্ষতি করি মানুষকে অপমান করার চেষ্টা করে। মানুষ ভুল করে, ভুল করবেই এবং ভুল করলেই সে এই পৃথিবীতে থাকার অধিকার হারিয়ে ফেলবে,এটা ঠিক না’- বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
সারাবাংলা/এজেড/এসএসএ