Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু দেখে জীবনের বড় আকাঙ্ক্ষা পূর্ণ হলো: জাফরুল্লাহ চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২ ১৪:১৯

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অত্যন্ত আনন্দঘন অনুভূতি এটা। একাত্তরেও মুক্তিযুদ্ধ করতে পেরেছি। আজকে পদ্মা সেতু নিজের চোখে দেখতে পেরেছি। এটি আমার জীবনের বড় একটি আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে লুঙ্গি পরে হুইলচেয়ারে করে মাওয়া প্রান্তে সমাবেশস্থলে হাজির হন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপির দাওয়াত প্রত্যাখ্যান বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারব না। আমাকে দাওয়াত দিয়েছে সে জন্য আমি খুশি। আমি মনে করি খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাকে জামিন দিয়ে হলেও এখানে তার আশা উচিৎ ছিল। ভালো কাজের প্রশংসা করি, করতে হবে।’

এ সময় জাফরুল্লাহর বলেন, ‘আমি চাই তিনি যেন একটি খোলা জিপে করে পদ্মা সেতু পার হন। সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ তিনজন মুক্তিযোদ্ধা থাকবেন।’

পদ্মা সেতু স্বচোখে দেখতে পেরে আপ্লুত ও গর্বিত ডা. জাফরুল্লাহ চৌধুরী। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আনন্দিত তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে জাতির এ সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি প্রধানমন্ত্রীকে আরও মহানুভব হতে অনুরোধ করছি। প্রান্তিক জনগোষ্ঠীর দিকে নজর দিতে হবে। উনি অনেক ভালো কাজ করেছেন। এখন ওনার সুস্বাস্থ্য কামনা করছি।’

সারাবাংলা/একে

পদ্মা সেতু পদ্মা সেতুর উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর