Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত মোটরসাইকেলে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২২ ১৯:৫৫

প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে চলন্ত মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন (১৭) নামের আরেকজন গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দিনাজপুর -গোবিন্দগঞ্জ মহাসড়কের বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত ফয়সাল হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। আহত সাজ্জাদ হোসেন একই এলাকার হেলাল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন দুই তরুণ। পথে বেলডাঙ্গা এলাকায় ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা দুই তরুণ গুরুতর আহত হয়ে মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তরুণদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

তরুণ নিহত মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর