নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ৪ শিক্ষকসহ ৫ জনের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২২ ১০:৫৫ | আপডেট: ২৪ জুন ২০২২ ১৩:৫৪
২৪ জুন ২০২২ ১০:৫৫ | আপডেট: ২৪ জুন ২০২২ ১৩:৫৪
নওগাঁ: নওগাঁ বাবলাতলিতে ট্রাকচাপায় সিনএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে চারজন শিক্ষক।
শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাকে চাপায় দেয় ট্রাক।
স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানান, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন।
সারাবাংলা/এএম