Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে দু’বেলা খাবারে খরচ বাড়ছে ৮ টাকা

রাবি করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ১৯:৩৬ | আপডেট: ২৪ জুন ২০২২ ০১:০৭

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিতে খাবারের গুণগত মান ঠিক রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দুপুর ও রাতে প্রতি বেলার খাবারে দাম বাড়ছে ৪ টাকা করে। ১ জুলাই খাবারের নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসি মহল খাবারের দাম বাড়ানোর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ফেরদৌসি মহল বলেন, গত (১৯ জুন) প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের মান বৃদ্ধির জন্যই আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে।

প্রাধ্যক্ষ পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের চেয়ে এখন দুই বেলার খাবারের দাম ৪ টাকা করে বেশি নেওয়া হবে। সে হিসাবে দুপুরের খাবারের দাম ২৪ টাকার পরিবর্তে ২৮ টাকা এবং রাতের খাবারের দাম ১৮ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করা হয়েছে।

অধ্যাপক ফেরদৌসি মহল আরও বলেন, খাবারের মান বাড়ানোর শর্তে দাম বাড়ানো হয়েছে। ডাইনিংয়ে খাবারের মান বাড়ানোর জন্য এক সপ্তাহ আলাদা আলাদা খাবারের মেনু করা হবে। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হবে। এ বিষয়টি তদারকির জন্য একটি পরিদর্শক দল থাকবে। কোনো হল শর্ত না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/টিআর

খাবারের দাম রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর