Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা থাকবে শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ২৩:৪৫ | আপডেট: ২৪ জুন ২০২২ ০০:০৭

ঢাকা: পবিত্র হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলো আগামী শনিবার (২৫ জুন) খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৫ জুন সাপ্তাহিক ছুটির দিন পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

ব্যাংক খোলা শনিবার ব্যাংক খোলা হজ কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর